‘আমার নাম ইয়ানিনি চবিতি’, আদো আদো গলায় মেয়ের মুখে নাম শুনে হাসিতে ফেটে পড়লেন শুভশ্রী

ইয়ালিনি

তারকা সন্তান মানে জনপ্রিয়। ঠিক যেমন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি’র দুই সন্তান ইউভান আর ইয়ালিনি। তারা নেটিজেনদের নয়নের মণি। মাঝেমধ্যে ছেলে মেয়ের ভিডিও সামজ মাধ্যম পাতায় শেয়ার করে থাকেন তাদের মা।

আজকাল ইয়ালিনি’র ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকেন অভিনেত্রীর অনুরাগীরা। তার কান্ড কারখানা দেখতে ভীষণ মজা পান তারা। সম্প্রতি নিজের সমাজ মাধ্যম একাউন্টে ছোট ইয়ালিনি’র আরও একটি ভিডিও শেয়ার করলেন শুভশ্রী।

শুভশ্রীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ইয়ালিনি সোফায় শুয়ে শুয়ে মায়ের সাথে নিজের নাম বলা প্র্যাকটিস করছে। শুভশ্রী প্রথমে তাকে জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইওর নেম? ইয়ালিনি আদো আদো গলায় বলে “ইয়ানিনি চবিতি” অর্থাৎ ইয়ালিনি চক্রবর্তী।

এরপর মেয়ের মুখে চবিতি শুনে হেসে ফেলেন অভিনেত্রী। এরপর তাকে শুভশ্রী জিজ্ঞেস করে তোমার দাদা আর বাবার নাম কি? স্পষ্ট করেই সেই নাম বলে একরত্তি। আর ভিডিও দেখে  ছোট ইয়ালিনিকে ভালোবাসায় ভরিয়ে দেন দর্শকেরা।