অভিনেত্রী তিয়াসা লেপচার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তিন বছর কেটে গিয়েছে। এবার নতুন করে জীবন শুরু করতে চান অভিনেতা সুবান রায়। সেই সুখবর নিজেই দিলেন অভিনেতা। বহু বছর ধরেই বাংলা ধারাবাহিকে কাজ করছেন সুবান। এই মুহূর্তে স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে ফন্টে চরিত্রে অভিনয় করছেন সুবান।
এবার নতুন শুরুর সিদ্ধান্ত নিলেন সুবান। শুধু অভিনেতা হিসেবেই দর্শকদের সামনে থাকতে চান না তিনি, যার কারণে নতুন কাজের পরিকল্পনা অভিনেতার। তাই অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনার দায়িত্ব নিয়ে নিয়েছেন সুবান।
পরিচালনার দায়িত্বের পাশাপাশি আরও অন্যান্য কাজের পরিকল্পনা রয়েছে তার। ইতিমধ্যেই পরিচালক হিসাবে তার প্রথম কাজ শুরু করে দিয়েছেন সুবান। তবে কোন কাজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ হতে চলেছে সুবানের?
প্রথমবার মিমি প্রোডাকশন প্রযোজিত ‘প্রেমেতে খরচা আছে’ মিউজিক ভিডিও পরিচালনা করলেন সুবান রায়।