নিঃসন্দেহে বাংলা টেলিভিশন জগতের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সোনামণি সাহা। বাংলা সিরিয়ালের মোহর নামেই তিনি বেশি পরিচিত। যদিও এরপরে মোহরের খোলস ছেড়ে ‘এক্কা দোক্কা’র রাধিকা হয়ে ধরা দেন সোনামণি। ধারাবাহিক শেষে বর্তমানে বিরতিতেই আছেন অভিনেত্রী।
টেলিভিশনের পর্দায় তাকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার যথেষ্ট অ্যাক্টিভ অভিনেত্রী। গত ৪ এপ্রিল ছিল ছোট পর্দায় সকলের প্রিয় মোহরের জন্মদিন। বছরের এই বিশেষ দিনে বাকি সবাই উইশ করলেও শুভেচ্ছা জানানোর তালিকা থেকে বাদ পরলেন অভিনেত্রীর একসময়ের সহ অভিনেতা প্রতীক সেন।
সোনামণির জন্মদিনে প্রতীক সেন সোশ্যাল মিডিয়ায় না করায়, ভক্তদের মধ্যে বড় বিবাদ তৈরি হয়। নেটিজেনরা তাদের নানামত প্রকাশ করেন। কারো মতে ‘প্রতীক পাক্কা খেলোয়ার। সোনামণি না বুঝে বন্ধুত্ব করেছেন’। এমনকি প্রতীক সেনের মাকেও টেনে আনা হয় এই প্রসঙ্গেই।
নেটিজেনদের এসব অন্যায় নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং সোনামণি সাহা। নেটিজেনদের কিছু কমেন্টে লেখা স্ক্রিন শট নিয়ে পোস্ট করে সোনামণি জানায়, “আমি তো নিজেই আমার সম্পর্কে এইসব জানি না । কিন্তু আপনারা জানছেন ,আলোচনাও করছেন । কি করে করছেন ? অত্যাশ্চর্য ব্যাপার। এই সবের মানে টা কী? যার যা মনে হচ্ছে বলে যাচ্ছে। এর আগে ও আমি অনেক কিছু দেখেছি। দয়া করে আমার সম্পর্কে এই ধরনের কু আলোচনা করবেন না।যে যার নিজেদের কাজে মন দিন, দেখবেন ভালো আছেন।” সোনামণি অন্যায়ের প্রতিবাদ জানানোয় সমর্থন জানিয়েছেন অনেক ভক্তরা।
এই নিয়ে এই সময় ডিজিটালকে সোনামণি জানান, ‘কারও সম্পর্কে খারাপ কথা বলে তাঁকে ভালোবাসা প্রমাণ করতে হবে সেটা তো ভালোবাসা নয়। ফেসবুকের উপর তো কারও জীবন চলতে পারে না। ফেসবুকে কে আমাকে উইশ করল বা করল না সেটা কোনও ব্যাপার নয়। কাউকে এমনভাবেও ভালোবাসাটা উচিত নয় যে একজন ভালো মানুষকে খারাপ করে দিচ্ছে।’ আরও বলেন, ‘প্রতীক খুব একটা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নয়। যদিও ইন্ডাস্ট্রির সকলেই খুব অ্যাক্টিভ। তবে সেই জন্য যে প্রতীক ভালো প্রজেক্ট পাচ্ছে না এমনটা তো নয়। লোকজনের কথা ভেবে রাগ করে বসে থাকা বা কাজ বন্ধ করে দেওয়াটা নিজের ক্ষতি।”