বন্ধ হোক এই সিরিয়াল! সমাজে খারাপ প্রভাব ফেলছে ‘কার কাছে কই মনের কথা’, সিরিয়াল বয়কটের ডাক দর্শকমহলে

সিরিয়াল

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের জনপ্রিয় একটি ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী মানালি দে। শুরুতে থেকেই এই ধারাবাহিকের জন্য বিতর্কের মুখে পড়তে হল স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষকে।

তবে ধারাবাহিকের সদ্য প্রকাশ পাওয়া শিমুল এবং তার শাশুড়ি বন্ডিং-এর ভিডিওটা সুন্দর ছিল। কিন্তু গল্পে পরাগ চরিত্র ঘিরে এখন শুধুই নিন্দার ঝড়।

আসলে সাম্প্রতিকতম একটি দৃশ্য দেখানো হয় শিমুলের অনিচ্ছা সত্ত্বেও জোর করেই শিমুলের সাথে শারীরিক নির্যাতন করে পরাগ। অন্যদিকে শিমুল তার শাশুড়ি সঙ্গে সেই কথা শেয়ারও করে। এমনকি গল্পে দেখা যায় প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঘরে বসে শিমুল গল্প করছে এবং তাকে মিষ্টিও খাইয়ে দিচ্ছে।

ধারাবাহিকের এই দৃশ্য দেখেই ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক। এসব ধরণের গল্প সমাজে বাজে প্রভাব ফেলছে এমনটাই মন দর্শকের। অনেক সময় এই সমস্ত জিনিস সাধারণ মানুষের উপর নেতিবাচক মনোভাব সৃষ্টি করে।

এক নেটিজেন লিখেছেন, “এই সব সিরিয়াল দেখে সমাজের ছেলেরা কি শিখবে। বন্ধ করুন এসব জঘন্য সিরিয়াল।”

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here