ইদানিং জালিয়াতির মামলা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। প্রায়ই শোনা যাচ্ছে প্রচুর মানুষের কাছে বিভিন্ন নাম্বার দিয়ে ভুয়ো ফোন আসছে। বাঙ্কিং, অনলাইন পরিষেবায় প্রচুর মানুষ ঠকছেন। ব্যাঙ্কিং ফ্রডের কেসে অনেক মানুষ তাদের সমস্ত সঞ্চয় হারিয়েছেন। এবার দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে নতুন জালিয়াতি চলছে। গ্রাহকদের ট্যুইট করে অ্যালার্ট জারি করা হচ্ছে ব্যাংকের তরফ থেকে।
আপনার কি SBI-এ অ্যাকাউন্ট রয়েছেন। তাহলে অবশ্যই সতর্ক হোন। স্টেট ব্যাঙ্কের নামে চলা জাল ওয়েবসাইট থেকে দূরে থাকুন।
সাইবার ফ্রডের সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে জাল ওয়েবসাইট খুলে নতুন পদ্ধতি চালু করেছে মানুষদের ঠকানোর জন্য। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের সমস্ত গ্রাহকদের সর্তক থাকতে পরামর্শ দিচ্ছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে, কিছু ফ্রড ব্যক্তি SBI গ্রাহকদের ই-মেল পাঠাচ্ছেন যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাম লেখা। তবে, এই ইমেল এর সাথে SBI এর কোন লিংকই নেই। আপনার একটা Click এ ব্যাংক ব্যালেন্স শূন্য হয়ে যাওয়ার সম্ভবনা থাকতে পারে। তাই এইরকম কোনও মেইল খুলতে বারণ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে অনেক ভুয়ো ওয়েবসাইটে ফেক খবর ছড়ানো হচ্ছে। মাঝে মধ্যে এই সমস্ত ওয়েবসাইটগুলি চাকরি বা বিভিন্ন সুযোগের প্রলোভন দেখিয়ে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য এবং পাসওয়ার্ড আপডেট করতে বলা হছে। ভুলেও কোনও ওয়েবসাইটে নিজের ব্যাংকের কোনও তথ্য আপডেট করা উচিত নয়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের পরামর্শ দিচ্ছে ব্যাঙ্কের অফিশিয়াল পোর্টাল থেকে নিজেদের ব্যাংকিং পরিষেবা ব্যবহার করার জন্য।
কোনও গ্রাহক যদি জালিয়াতি বিষয় অভিযোগ জানাতে চায়, তাহলে SBI-এর অফিশিয়াল পোর্টালের মাধ্যমে অভিযোগ করতে হবে। এছাড়াও বারবার করে ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের জানানো হছে নিজেদের এটিএম পিন নম্বর, কার্ড নম্বর, অ্যাকাউন্ট নম্বর এবং ওটিপি কখনো শেয়ার না করতে।