স্টার জলসার জনপ্রিয় একটি মেগা ধারাবাহিক হল ‘শুভ বিবাহ’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা হানি বাফনা এবং অভিনেত্রী সোনামণি সাহা। সুধা আর তেজের জুটি অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জিতে নিয়েছিল।
তবে ‘শুভ বিবাহ’ ধারাবাহিকের দর্শকের জন্য রয়েছে বড় দুঃসংবাদ। বন্ধ হতে চলেছে এই মেগা ধারাবাহিক। স্টার জলসায় আসছে ত্রিকোণ প্রেমের কাহিনী। নাম ‘বুলেট সরোজিনী’। ইতিমধ্যে এই ধারাবাহিকের প্রোমো আপনারা পর্দায় দেখে ফেলেছেন।
আর এই ধারাবাহিককে জায়গা দিতেই বন্ধ হচ্ছে ‘শুভ বিবাহ ‘ ধারাবাহিকটি। অফিশিয়ালি এখনো ঘোষণা না হলেও সূত্রের খবর, খুব শীঘ্রই ধারাবাহিকের শুটিং বন্ধ করা হবে। আর এই খবরে বেজায় মন খারাপ হয়ে পড়েছেন দর্শকের। অনুরাগের ছোঁয়া ধারাবাহিক বন্ধ না করার জন্য ক্ষোভপ্রকাশ জানাচ্ছেন নেটিজেনরা।
অনুরাগের ছোঁয়া বহু পুরনো হলেও একের পর এক লিপ এনে ধারাবাহিকটি টানা হচ্ছে। তেমন ভালো গল্প নেই। এদিকে তাড়াতাড়ি ইতি টানা হচ্ছে ভালো ধারাবাহিকগুলিকে। এমনটাই মন্তব্য দর্শকদের।