দুঃসংবাদ! মাত্র ১০ মাসেই বন্ধ হল স্টার জলসার এই জনপ্রিয় মেগা, মন খারাপ দর্শকের

উড়ান

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক হল ‘উড়ান’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস। খুব অল্প সময়ের মধ্যে পূজারানী আর মহারাজের জুটি দর্শকের মন জিতে নিয়েছ।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল উড়ান ধারাবাহিক বন্ধ করে দেওয়া হবে। আর সেই গুঞ্জন সত্যি হল। মাত্র ১০ মাসে এবার ঝাঁপ বন্ধ হল উড়ানের।

উড়ান

গতকাল হয়ে গেল ধারাবাহিকের শেষ শুটিং। শেষদিনের শুটিংয়ে কিছু ছবি পোস্ট করে সেই খবর জানালেন নায়িকা পূজারানী ওরফে অভিনেত্রী রত্নাপ্রিয়া দাস। শেষদিনে গোটা টিমকে একসঙ্গে ক্যামেরা বন্দী হতে দেখা গেল। উড়ান শেষের খবরে বেজায় মন খারাপ প্রতীক সেনের অনুরাগীদের।