স্টার জলসা চ্যানেলে আনা হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই ‘একা দোক্কা’ এবং ‘নবাব নন্দিনী’র প্রোমো সামনে এসেছে। শোনা যাচ্ছে আরও কিছু নতুন ধারাবাহিকের শুট চলছে। বেশ কিছু নতুন ধারাবাহিকের হাত ধরেই ফিরতে চলেছেন পুরনো অভিনেতা-অভিনেত্রীরা। সেই ক্ষেত্রে নিয়ম অনুযায়ী, নতুন ধারাবাহিক আগমনে জায়গা ছেড়ে দিতে হয় পুরনো ধারাবাহিকগুলিকে।
ইতিমধ্যেই ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের সময় পরিবর্তন হয়ে গিয়েছে। রাত ৯ টার স্লটে পরিবর্তন হয়ে ১০ টার স্লটে নিয়ে যাওয়া হয়েছে এই ধারাবাহিককে। শোনা যাচ্ছে টিআরপি কম থাকায় আরও এক ধারাবাহিকের সময় পরিবর্তন হতে পারে।
স্টার জলসার ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকের সময় পরিবর্তন হবে, এমনটাই শোনা যাচ্ছে সূত্রের মারফত। যদিও চ্যানেলের তরফ থেকে ঘোষণা করা হয়নি। হয়তো নতুন ধারাবাহিকগুলিও প্রোমো সামনে আসলেই ঘোষণা করা হবে চ্যানেলের তরফ থেকে।
এই মুহূর্তে ‘গোধূলি আলাপ’ সম্প্রচারিত হচ্ছে সন্ধ্যে ৬ টার স্লটে। এই সময় দর্শকের অধিকাংশ বাড়ির বাইরে থাকে। তাই ইচ্ছে থাকলেও সঠিক সময় টিভিতে দেখতে পারছে না মানুষ। কারণ ‘গোধূলি আলাপ’ দর্শকের খুব পছন্দের সিরিয়াল। সময় পরিবর্তন নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছিলেন ধারাবাহিকের একনিষ্ঠ ভক্তরা। হয়তো তাদের দাবি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিতে চলেছেন নির্মাতারা। সূত্রের খবর অনুযায়ী, সন্ধ্যে ৬ টার স্লট থেকে রাত ১১ টার স্লটে চলে যেতে পারে নোলক-অরিন্দমের জুটি। এবার দেখার বিষয় রাতের স্লটে টিআরপির হের ফের হয় কিনা?
Godhuli alap serial r time 8 thk 9 tay rakhben. please 11 ta te noy