ফের অঘটন! নতুন ধারাবাহিক ‘কম্পাস’ এর জন্য বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক, মন খারাপ দর্শকের

তেঁতুলপাতা ধারাবাহিক

অভিনয় জীবনে পা রাখতে পারলেই ভবিষ্যৎ উজ্জ্বল। এই চিত্রটা এখন বদলেছে। অভিনয় জীবনে পা রাখার আগে ভাবতে হচ্ছে নতুনদের। কারণ এখন বিনোদন দুনিয়া পুরোটাই অনিশ্চয়তা। সেটা বড়পর্দা হোক বা ছোটপর্দা।

একদিকে যেমন পর্দায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। ঠিক তেমনি বিদায় নিচ্ছে চলতি মেগাগুলো। টিআরপি না পেলেই পুরনোকে সরিয়ে আনা হচ্ছে নতুন মেগা। শোনা যাচ্ছে বন্ধের মুখে স্টার জলসার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিক।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘কম্পাস’ এর সম্প্রচারের দিনক্ষন। ‘কম্পাস’ শুরু হচ্ছে আগামী ২৫ আগস্ট সন্ধ্যা ৬ টায়। যার জন্য শেষ হতে পারে ‘তেঁতুলপাতা’ কিংবা সময় পরিবর্তনও হতে পারে মেগার। যদিও এই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি চ্যানেলের তরফে।

আসন্ন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন পর্ণা চক্রবর্তী এবং অর্কপ্রভ রায়। প্রযোজনায় রয়েছে প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা।