একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছে বাংলা টেলিভিশনের দুই প্রধান সারির চ্যানেল। নতুন ধারাবাহিক আনা নিয়ে যেন প্রতিযোগিতা চলছে তাদের মধ্যে। তবে এই নতুন নতুন গল্পের জন্য পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলি জায়গা হারাচ্ছে।
ইতিমধ্যে জানা গেছে খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে গীতা এলএলবি। সেই খবর ইতিমধ্যে সকলের জানা। তবে এরপর আরও একটি ধারাবাহিক বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছে।
টেলিপাড়ার খবর এবার বন্ধ হয়ে যেতে পারে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিক। দিনে দিনে টিআরপি কমেছে। এদিকে আসতে চলেছে একঝাঁক নতুন মেগা। তাই চ্যানেলের নিশানায় রয়েছে কথা। শোনা যাচ্ছে পুজোর আগেই সম্ভবত ২৭ সেপ্টেম্বর হতে চলেছে কথার শেষ দিনের শুটিং। আগামী মাসের ১০ তারিখের মধ্যে শেষ হবে টিভি টেলিকাস্ট।
এক বছর ১০ মাসের ঠিক মাথায় শেষবার ছোটপর্দায় দেখা যাবে সকলের প্রিয় জুটি কথা ও এভিকে। শুধু পর্দায় নয় বাস্তবেও সাহেব-সুস্মিতা জুটির জন্য দর্শকদের ভালবাসা ও উন্মাদনা এর আগে কোনও জুটির ক্ষেত্রে সেভাবে দেখা যায়নি। তবে পুজোর পর থেকে দর্শক মিস করতে চলেছেন এই জুটিকে।
সম্ভবত ‘কথা’ ধারাবাহিকের স্লট দখল করতে চলেছে রনিতা দাস অভিনীত ধারাবাহিক ‘ও মোড় দরদিয়া’।