সামনে এলো ‘ও মোর দরদিয়া’র টাইম স্লট! কপাল পুড়ল স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকের

ও মোর দরদিয়া

স্টার জলসায় একের পর নতুন ধারাবাহিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে পুরনো গল্প। ‘কম্পাস’, ‘ভোলে বাবা পাড় করেগা’-এর পর ফের নতুন মেগা ‘ও মোর দরদিয়া’র জন্য কপাল পুড়ল আরও এক জনপ্রিয় ধারাবাহিকের। চ্যানেলের পক্ষ থেকে প্রোমো প্রকাশ্যে এনে জানানো হল ‘ও মোর দরদিয়া’র সম্প্রচারের দিনক্ষণ।

এই মেগার হাত ধরেই প্রায় ১০ বছর পর কামব্যাক করছেন পর্দার ‘বাহামনি’ রণিতা দাস। নিম্নবিত্ত ঘরের গৃহবধূর চরিত্রে অভিনীত রনিতার বিপরীতে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ।

জানা যাচ্ছে, ৭ অক্টোবর থেকে সন্ধ্যে ৭টা থেকে সম্প্রচারিত হবে এই নতুন মেগা। এদিকে সন্ধ্যে ৭টার স্লটে ‘কথা’ সম্প্রচারিত হতে দেখা যায়। তাই খুব সম্ভবত এই মেগা এবার শেষের পথে।

সম্প্রতি জানা গেছে ‘গীতা এলএলবি’র শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। যা বিকেল ৫টায় সম্প্রচারিত হয়। এবার সেই জায়গায় ‘কথা’কে স্লট দেওয়া হবে নাকি ‘কথা’র সম্প্রচার এখানেই শেষ করে দেওয়া হবে সেটা এখনও চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে জানা যায়নি।

ও মোর দরদিয়া

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)