স্টার জলসার একের পর এক ধারাবাহিক নিয়ে আসছে। সাথে নিত্য নতুন গল্প। নতুন ধারাবাহিকের আসার ফলে পুরনোকে বিদায় জানাবে। একটু লক্ষ্য করলে দেখা যাবে বেশ কিছু নতুন ধারাবাহিক জলসায় সম্প্রচারিত হচ্ছে আবার বেশ কিছু ধারাবাহিকের আসার কথা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে একে একে জলসা পুরনোকে বিদায় জানাতে চলেছে।
যারা সিরিয়াল দেখেত পছন্দ করেন তারা ইতিমধ্যে টিভির পর্দায় স্টার জলসার একটি নতুন ধারাবাহিকের প্রোমো দেখতে পেরেছেন। যার মুখ্য চরিত্রে থাকবে অভিনেতা রোহণ ভট্টাচার্য। এই ধারাবাহিকের জন্য আবার পুরনো ধারাবাহিকের সময় পরিবর্তন হতে চলেছে এবং বন্ধ হয়ে যাবে কোনও একটি ধারাবাহিক।
সূত্রের খবর অনুযায়ী, জলসায় এই মুহূর্তে টিআরপি কম রয়েছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের। শোনা যাচ্ছে চ্যানেল এবং প্রোডাকশনের মধ্যে মত বিরোধ দেখা যাচ্ছে। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের টিআরপি বাড়াতে চ্যানেল প্রোডাকশনকে টাইম লিপের কথা জানিয়েছেন তবে প্রোডাকশন টাইম লিপ আনতে চাইচ্ছে না। যার জন্য আগামীদিনে এই সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক সমাজের কুসংস্কারের বিরুদ্ধে একটি কাহিনী, যা অন্যান্য ধারবাহিকের তুলনায় অনেকটাই আলাদা। এই ধারাবাহিক দেখতে ভীষণ পছন্দ করেন মানুষ। তাই আচমকাই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবরে ক্ষোভপ্রকাশ করেছেন অধিকাংশ দর্শকেরা।