বাংলা নববর্ষে স্টার জলসা নিয়ে এলো নতুন চমক

নববর্ষে মহামিলন

হালখাতা, নতুন পোশক, পছন্দের ভুরিভোজ সবমিলিয়ে বাংলা নববর্ষ মানে এক আলাদাই উন্মাদনা। সেই সাথে এবার টিভির পর্দাতেও থাকছে জমজমাট পর্ব। ১৫ এপ্রিল নববর্ষের দিনে স্টার জলসার তরফে আসছে ‘নববর্ষে মহামিলন’। যেখানে কথা ও তেঁতুলপাতা পরিবারের সদস্যরা সকলে মিলে করবে বর্ষবরণ।

বর্ষবরণের উৎসবে মাতবে ঝিল্লি-ঋষি ও কথা-এভি সকলে। প্রোমোয় দেখা গেল ‘এই পথ যদি না শেষ হয়’ গানের অনুকরন করলেন ঝিল্লি-ঋষি ওরফে গৌরব ও ঋতব্রতা। ‘এস হে বৈশাখ’ গানে নাচতে দেখা গেল ঋতব্রতা ও সুস্মিতাকে। নববর্ষে মহামিলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশ ও নুসরত।

মঙ্গলবার বিকেল ৫.৩০টা থেকে ৬.৩০ টা পর্যন্ত চলবে স্টার জলসার মহামিলন পর্ব।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)