
কখনো তিনি বলছেন তিনি বেহালায় থাকেন তো আবার কখনো বলছেন বোলপুর। একসময় স্টার জলসা জনপ্রিয় অভিনেত্রী আজ করুণ পরিস্থিতির শিকার। মানসিক ভারসাম্যহীন হয়ে ঘুরছেন রাস্তায় রাস্তায়। কি হয়েছে তার?
আচমকাই এক সিরিয়ালের অভিনেত্রী উঠে এলো খবরের পাতায়। নিমিষের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি নিজেই জানান, তিনি স্টার জলসার সিরিয়ালে অভিনয় করেছেন। বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের চেনা মুখ।
তার কথাবার্তায় কোনও স্পষ্টতা নেই, বোঝাই যাচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন। অভিনেত্রী নাম সৌমি হর চৌধুরী। কিছুদিন আগেই স্টার জলসার ‘তুমি আসে পাশে থাকলে’ ধারাবাহিকে তাকে দেখা। আচমকাই তার এই হাল দেখে চোখে জল সিরিয়ালপ্রেমীদের।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগার থেকে উদ্ধার করা হয়েছে তাকে। সোমবার সকালে বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বৃষ্টি শুরু হতেই বিশ্রামগারে ঢুকে পড়েন। তার আচার আচারন, ভঙ্গিমা সন্দেহ হওয়ার স্থানীয়া পুলিশে খবর দেন। আপাতত তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তার মুখে তার নাম শোনার পর স্থানীয়েরাই সমাজমাধ্যমে তাঁর নাম দিয়ে অ্যাকাউন্ট খুঁজে বার করেন। আর জানা যায় তিনি বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। তার সাথে কথা বলে বাসিন্দারা বুঝতে পারে অভিনেত্রী ভারসাম্যহীন।
আর তারপরেই প্রশ্ন উঠছে এই ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে। ইন্ডাস্ট্রিতে কাজ না পেয়ে অনেকেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আবার অনেকে হতাশায় ডুবে যাচ্ছে তো আবার অনেকেই ফুটপাতে ব্যবসা শুরু করেছেন। এই অভিনেত্রীর সাথেও কি এমনটাই ঘটেছে?