হাজার কষ্ট জমিয়ে রেখে ক্যামেরার সামনে হাসি মুখে দাঁড়াতে হয়, অকপট শ্রীমা ভট্টাচার্য

শ্রীমা ভট্টাচার্য

বেদের মেয়ে জোৎস্না সিরিয়ালের অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এখন টলিজগতেই জনপ্রিয় মুখ। তার মিষ্টি লুকস এবং অভিনয় অনেক দর্শকের মন কেড়েছেন। জামাই রাজা সিরিয়ালের পর বেদের মেয়ে জোৎস্না। একের পর এক সিরিয়াল করে জনপ্রিয় হয়েছে মানুষের মধ্যে।

কিছুদিন আগেই শ্রীমা ভট্টাচার্য এবং অভিনেতা গৌরব রায়চৌধুরি ব্রেকআপ হয়েছে। সূত্রের খরব, সম্পর্কে তৃতীয় ব্যক্তি নিয়ে ঝামেলা হয় তাদের। সম্প্রতি গৌরব অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন। ঘনিষ্ঠ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, গৌরব অসুস্থ হওয়ার পর খবর পেয়ে ফোন করেন অভিনেত্রী। কিন্তু গৌরব ফোন ধরেননি।
হয়তো অতীতের কিছু ঘটনায় শ্রীমার মন ভারাক্রান্ত। তাই ইন্সটায় একটি আবেগপ্রবণ পোস্ট লেখেন অভিনেত্রী, “আমরা সবাই কি হাসতে চাইলে হাসতে পারি ???? বা কাঁদতে চাইলে কাঁদতে?? আমরা যারা অভিনয়ের সাথে যুক্ত, মনে হাজার কষ্ট জমিয়ে রেখে ক্যামেরার সামনে হাসি মুখে দাঁড়াতে হয়। চোখের জল গুলো লোকোচুরি খেলে, কখনো নিজের অজান্তেই ধপ্পা বলে বেড়িয়ে আসে। action and cut এর মাঝে হারিয়ে যাওয়া মানুষের আওয়াজ কেন আসে?? আমরা নাকি আবেগ নিয়ে খেলি! কিন্তু এই খেলার মাঝে, আবেগকে বাগে আনাটাই বড় কঠিন।। কুর্নিশ জানাই সব অভিনেতাদের🙏🏻 যারা দুঃখ পেয়েও, কাজ ভালোবেসে হাসি মুখে ,চোখ মুছে কাজ করেন”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here