‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের শেষদিনে কান্নায় ভেঙে পড়লেন শ্রীতমা

কার কাছে কই মনের কথা

‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকটি খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছে। অর্গানিক স্টুডিওর এই গল্প দর্শকের নজর কেড়েছিল। তিন বন্ধুর জীবনের গল্প নিয়ে এই ধারাবাহিক আবর্তিত। বিয়ের পর স্বামীর অত্যাচার, নির্যাতিত, শাশুড়ির দুর্ব্যবহার সমস্ত বাস্তব চরিত্র এই ধারাবাহিকের তুলে ধরা হয়েছিল।

তবে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ধারাবাহিক এক বছর আগেই শেষ হয়ে গেল। শুটিংয়ের শেষ দিন সকলের চোখেই জল। বিশেষ করে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল পুতুলকে ওরফে অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যকে।

ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে শ্রীতমাকে বলতে শোনা যায়, আমি ভীষণ মিস করব সমস্ত কিছু। আমি বাইরে সকলের সঙ্গে দেখা করব। হয়তো অনেকের সাথে কাজও করব কিন্তু পুরো টিমটাকে একসাথে আর পাবো না’। বলতে বলতে চোখে ভিজে আসে পুতুলের। ভিডিওতে দেখা যায় শ্রীতমা কান্নায় ভেঙে পড়লে তাকে সামলায় পরাগ অর্থাৎ দ্রোন।

YouTube video player