স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বুলেট সরোজিনী’ থেকে সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। মেয়ের জন্মের পর প্রথম এই ধারাবাহিক দিয়ে কর্মজীবনে ফিরেছিলেন অভিনেত্রী। ধারাবাহিকের একমাস যেতে না যেতেই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিলেন শ্রীময়ী। গল্পে ‘রাগিনী চট্টোপাধ্যায়’ এর চরিত্রে দেখা যাচ্ছিল তাকে। কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম কে অভিনেত্রী বলেন, ‘কোনও ব্যক্তিগত কারণ নেই। চরিত্রটি আমার থেকে বয়সে অনেক বড়। আমার মনে হয়, আমার যা বয়স তাতে চার ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় করার মতো ক্ষমতা আমার নেই। তাই চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েই অভিনীত চরিত্র থেকে সরে দাঁড়ালাম।’
এতদিন পর অভিনয় ফিরেও লাইম লাইট থেকে দূরে সরে দাঁড়ালেন শুধুমাত্র পর্দায় তাকে দেওয়া চরিত্রের কারণে? শ্রীময়ী জানান, ‘আমি শুরুতে জানতাম না, আমার চরিত্রের চারটি বড় বড় ছেলেমেয়ে থাকবে। আমার বয়স মাত্র ২৭। আমি কখনও ৫৭ বছর বয়সকে ফোটাতে পারি? ফলে, অভিনয় করে কিছুতেই তৃপ্তি পাচ্ছিলাম না।’
শ্রীময়ী আরও বলেন, ‘মায়ের চরিত্রে অভিনয় করতে কোনও আপত্তি নেই। এর আগে আমার একাধিক ছোট ছেলেমেয়ে দেখানো হয়েছে। ছোট সন্তানের মা হতে আপত্তি নেই। তা বলে আমার সমবয়সিদের মায়ের চরিত্রে অভিনয় করি কী করে।’
মাঝপথে ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়াটা তার কাজের উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না তো? সেক্ষেত্রে শ্রীময়ী জানান, এই বিষয়ে তিনি চ্যানেলের প্রত্যেকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এমনকি উপযুক্ত কোনও চরিত্র পেলে তিনি আবারও কাজে ফিরবেন সেকথাও জানান তিনি।