কাঞ্চন-শ্রীময়ীর অসমবয়সী প্রেম দেখেই নাকি বাংলা সিরিয়ালে অসমবয়সী গল্প তৈরি হচ্ছে, দাবি শ্রীময়ীর

শ্রীময়ী

বর্তমানে বাংলা সিরিয়াল থেকে সিনেমা অসমবয়সী প্রেম কাহিনীর গল্প বেশ ভালোই উপভোগ করছেন দর্শক। যেমন বর্তমানে ‘চিরদিনিই তুমি যে আমার’ ধারাবাহিকে অসমবয়সী প্রেমের গল্প তুলে ধরা হচ্ছে।

যদিও এটা প্রথম নয়, অনেক আগে থেকেই এরকম গল্প পর্দায় এসেছে। যেমন গোধূলি আলাপ। বর্তমানে এখন সিনেমাতে এরকম গল্প তৈরি হচ্ছে। আর এই অসমবয়সী গল্প নিয়ে কাঞ্চন মল্লিকের বর্তমান স্ত্রী অর্থাৎ অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের একটি মন্তব্য নিয়ে বেশ কটাক্ষ করছেন নেটিজেনরা।

এক সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টরাজ জানান, তার আর কাঞ্চন মল্লিকের সম্পর্ক নাকি এখন ট্রেন্ড। সেটার দেখা দেখি বিভিন্ন সমবয়সী সিনেমা, ধারাবাহিক তৈরি হচ্ছে। অভিনেত্রী কথায়, ‘আমরা পাওয়ারফুল কাপল, মানুষের মনে ছাপ ফেলে দিয়েছি’। তার এই মন্তব্যে হাসিতে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।