হোলিতে মেয়ের ছবি পোস্ট করলেন শ্রীময়ী

শ্রীময়ী

হোলি উৎসবে মেতে উঠেছিল গোটা বাংলা। বাদ পড়েনি বাংলার তারকারাও। কেউ বন্ধুবান্ধবের সাথে হোলি সেলিব্রেট করেছেন তো আবার কেউ আপনজনের সাথে।

বিয়ের পর প্রথম হোলি শ্রীময়ী চট্টরাজ। গত বছর দোলের দিন মা হওয়ার খবর শেয়ার করেছিলেন। আর এই বছর মেয়েকে সঙ্গে নিয়েই পরিবারের সাথে হোলি খেললেন অভিনেত্রী।

শ্রীময়ী

হোলির দিন মেয়ের ছবিও পোস্ট করলেন একগুচ্ছ। যদিও মেয়ের মুখ এবারও আড়ালে। মেয়ে কৃষভির মুখে ইমোজি জুড়ে দেন। শ্রীময়ীর পোস্ট করা ছবি দেখে ছোট কৃষভিকে ভালোবাসায় মুড়ে দেন নেটিজেনরা। তবে কৃষভির মুখ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন কাঞ্চন-শ্রীময়ীর ভক্তরা।