ছোটবেলায় মা-বাবার বিচ্ছেদ, শত প্রতিকুলতা পেরিয়ে ISC-তে দুর্ধর্ষ রেজাল্ট শ্রীলেখা কন্যা ঐশীর

অভিনেত্রী শ্রীলেখা কন্যা ঐশী স্টারকিড হওয়া সত্ত্বেও লাইমলাইটের জগত থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী শ্রীলেখা কন্যা ঐশী। মা অবশ্য তাকে মাইয়্যা বলেই ডাকেন। জানলে অবাক হবেন, সোশ্যাল মিডিয়ায় না আছে কোনও অ্যাকাউন্ট না আছে কোন ইনস্টাগ্রাম, বরং বইয়ে মুখ গুজে থাকতেই বেশি পছন্দ করে ঐশী।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে আইএসসি ক্লাস টুয়েলভের পরীক্ষার ফল। আর সেখানেই দুর্দান্ত রেজাল্ট করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছে মাইয়্যা। মডার্ন হাই স্কুলের ছাত্রী সে, তিনটি বিষয়ে ৯৮-এর উপর নম্বর। এমনকি বাংলায়ও ৯৮ নম্বর পেয়ে ISC- পরীক্ষায় ৯৮% নম্বর নিয়ে পাশ করেছে শ্রীলেখা কন্যা।

মেয়ে বরাবরই প্রচারবিমুখ, তাই এত ভালো নম্বর পাওয়া সত্ত্বেও মাকে আগে থেকেই বারণ করেছে যাতে তার প্রাপ্ত নম্বর প্রকাশ্যে না আসে। যদিও তা আর গোপনে রাখা হলনা। মেয়ের রেজাল্টে গর্বিত মায়ের ছোট্ট পোস্টেই জানা গেল সবটা।

স্কুলের গন্ডি পেরিয়ে এবার কলেজে যাওয়ার পালা। ভবিষ্যৎ এ কি প্ল্যান ঐশীর? এই প্রসঙ্গে আনন্দবাজারকে শ্রীলেখা জানিয়েছেন, কলকাতায় থেকে পড়াশোনা করবে না ঐশী, উচ্চশিক্ষার জন্য যাবে বেঙ্গালুরু। আর সেখান থেকেই মনোবিজ্ঞান অর্থাৎ সাইকোলজি কিংবা থিয়েটার নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার।