বহুদিন পর বক্স অফিসে বেশ কিছু ছবি ব্যবসা করছে। তাদের মধ্যেই একটি হল শুভশ্রী গাঙ্গুলি আর অভিনেতা জিতু কমলের অভিনীত ছবি ‘গৃহপ্রবেশ’।। যা দর্শকের কাছে বিপুল প্রশংসিত। দর্শকের দাবি বহুদিন পর নাকি এরকম একটি গল্প নিয়ে সিনেমা বড়পর্দায় এলো।
বক্স অফিসে ভালো ব্যবসা করছে এই ছবি। জিতু আর শুভশ্রী’র অভিনয়ে মুগ্ধ দর্শকেরা। কিছুদিন আগেই ছবি সাকসেস পার্টিতে উপস্থিত ছিল এক ঝাঁক টলিউড তারকারাও। এই ছবি ফিডব্যাক হিসাবে ফেসবুকে ছবির কলাকুশলীদের বাহবা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ।
ব্যতিক্রম ছিলেন না পরিচালক সৃজিত মুখার্জিও। সম্প্রতি গৃহপ্রবেশ ছবির প্রশংসা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট লেখেন সৃজিত। তার পোস্টে শুভশ্রী গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ থেকে কৌশিক গাঙ্গুলি সকল কলাকুশলীদের নাম থাকলেও বাদ পড়ে ছবির নায়ক জিতু কমলের নাম। পোস্টে তিনি জিতুকে প্রশংসা জানাননি। যদিও পরে নেটিজেনদের নজরে আসতে পোস্ট এডিট করে জিতু কমলকে প্রশংসা জানানো হয়।
প্রথমে পোস্টে সৃজিত মুখার্জি ভুলেই যান জিতু’কে প্রশংসা জানাতে আর সেটা নজর এড়ায়নি স্বয়ং অভিনেতারও। জিতু সবসময় সোজা সাপটা। উচিত কথা বলতে পিছপা হননা।
সৃজিত মুখার্জির সেই পোস্টটি নিজের ফেসবুকে তুলে ধরে (যেটা এখন এডিট করে জিতুর নাম লেখা) অভিনেতা জিতু কমল লেখেন, “Thank you Srijit Mukherji…গৃহপ্রবেশ ছবিতে আমি তোমার কাছে ব্যর্থ হলেও, আমি আমার পরিশ্রম এবং অধ্যাবসায় দিয়ে একদিন তোমার চোখে নিশ্চয়ই সফল অভিনেতা হিসেবে প্রমাণ করার চেষ্টায় থাকবো। আশীর্বাদ করো মাস্টার মশাই।”
জিতু এই পোস্টের পর বহু নেটিজেনদের দাবি যারা সত্যি প্রতিভাবান তারা এই ইন্ডাস্ট্রিতে এইভাবেই অসম্মান পায়। সৃজিত মুখার্জির এই কাজে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ জানিয়েছেন অধিকাংশ নেটিজেনরা।