‘আমি গর্বিত…’, সৃজিত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ শ্রীজাত

শ্রীজাত

নতুন বছরে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ মুক্তি পায় বড়পর্দায়। এই ছবি বক্স অফিসে খুব ভালো ব্যবসা না করলেও দর্শকের মন জিতে নিয়েছে। এবার সৃজিতের সেই ছবির প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

তার মতে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ সেরা তিনে থাকবে। এই ছবির একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সৃজিতের প্রশংসায় ভরিয়ে দেন শ্রীজাত। ঠিক কি বলেছেন?

শ্রীজাত লেখেন,  ‘এই ছবিটা নিয়ে যে-লেখাটা আসলে লিখতে চাইছি, সেটা আরও বেশি সময় দাবি করে। সেটাই স্বাভাবিক। যে-কোনও উঁচু মানের শিল্প সময় চায়, মনোনিবেশ চায়, পুনর্পাঠ চায়। আমি আরও সময় নিচ্ছি তাই। ছবিটা প্রেক্ষাগৃহে থাকতে থাকতে কেবল এটুকুই বলতে চাই, সৃজিতের সেরা তিনে থাকবে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। পরিচালক হিসেবে এই ছবিতে সৃজিত নিজেকে অতিক্রম করে গেছে, এবং তা বহু দিক থেকে। আমি গর্বিত, আমাদের সময়ে এরকম ছবি তৈরি হচ্ছে। বাকি কথা ক্রমশ প্রকাশ্য, কিন্তু সৃজিতকে আমার অনিঃশেষ আলিঙ্গন, এই ছবিটা ভাবার জন্য।’