অরিজিৎ সিং মানেই মাটির মানুষ, তা আরও একবার প্রমাণ মিলল গীতিকার-পরিচালক শ্রীজাতের কথায়। পরিচালকের মতে, খ্যাতির শীর্ষে থেকেও কীভাবে সাধারণ জীবন-যাপন করা যায়, তা অরিজিৎকে দেখে শেখা উচিত।
আসলে শ্রীজাতের পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’ খুব শীঘ্রই মুক্তি পাবে। আর এই ছবির মূল আকর্ষণ হল অরিজিৎ সিংয়ের গলায় রামপ্রসাদি গান ‘মন রে কৃষিকাজ জানো না’। শ্রীজাতের কথায় এই প্রথম রামপ্রসাদি গান গাইলেন অরিজিৎ। কিন্তু এই গানের জন্য পারিশ্রমিক শুনলে আপনিও অবাক হবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গীতিকার-পরিচালক শ্রীজাত জানান, ‘আমি যখন গানটা গাওয়ার পর ওর কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করি, ও বলল-না, ‘আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না’। আমি বলি নিতে তো হবেই ভাই। তখন অরিজিৎ বলল, ‘তুমি আমাকে ১১টাকা দিয়ে দিও’।
গীতিকার-পরিচালক আরও জানান, “আমি অরিজিৎকে বললাম দেখো এটা সোনি এন্টারটেনমেন্ট কিনছে, তাদের তো কনট্রাক্টে বলা যাবে না অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছে। সেইসময় গায়ক (অরিজিৎ)-এর দাবি, ‘আচ্ছা ঠিক আছে শ্রীজাতদা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে’।
অরিজিৎ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শ্রীজাত। তিনি অতীতের একটি কথা তুলে বলেন, “একবার আমার বাড়িতে এসেছিল অরিজিৎ। তখন খুব গরম ছিল। আমি এসি চালাতেই অরিজিৎ বলে এসি চালাচ্ছো কেন? অনেক বিল উঠবে তো! পরিবেশ নষ্ট হবে না? অবশেষে এসি বন্ধ করে দিল। তারপর বলল, শ্রীজাতদা তুমি কি ছোটবেলায় এসি-তে মানুষ হয়েছো? তাহলে এখন কেন এসি লাগছে?’।
সত্যিই অরিজিৎ সিং মাটির মানুষ। আরও একবার সাদামাটা জীবন-যাপনে নেটিজেনদের মন জয় করল। হয়তো এর জন্যই অনেকে বলে থাকেন, “অরিজিৎ সিং-কে দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না’।
Source: hindustantimes . com
জীবনে চারপাশের বিচিত্র ঘটনায় প্রচুর বিনোদন। আবার কি দরকার?
ধনযূ
তিনি আমার মনের মত গান করেন কি না৷ জানিনা, তবে এই ভদ্রলোক আমাদের গর্ব।