হাসপাতাল কর্তৃপক্ষকে শিক্ষা দেওয়ার জন্য নতুন ছদ্মবেশে সৃজন-পর্ণা, ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে নতুন মোড়

নিম ফুলের মধু

জি-বাংলার একটি অন্যতম নতুন ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। প্রথম থেকেই এই ধারাবাহিক জনপ্রিয়তা পেয়ে এসেছে বেশ ভালোই। ধারাবাহিকে সৃজন এবং পর্ণা’র জুটি দর্শকের বেশ পছন্দের।

যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, অনিমেষের রোজগার কম। তাই তাকে একটা সরকারী হাসপাতালে ফেলে রেখে দেওয়া হয়। পর্ণা লোন নিয়ে ছোটকাকে ভালো হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার বিল জানানো হয়, এমনকি জানানো হয় এক্সট্রা ৩০ হাজার টাকা দিতে হবে দেরি করার জন্য। এই ঘটনায় সন্দেহ হয় সৃজন-পর্ণা’র।

হাসপাতালে এত টাকা বিল হতে পারে না, সন্দেহ হয় পর্ণার। নিশ্চয়ই হাসপাতালে কোনও কারসাজি আছে। তাই এবার এই রহস্য বের করতে নতুন ছদ্মবেশ ধারণ করে সৃজন-পর্ণা’র। বোঝাই যাচ্ছে ধারাবাহিকে আসন্ন ট্র্যাক জমজমাট হতে চলেছে।

Go back

Your message has been sent

Warning
Warning
Warning
Warning

Warning.

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here