একদিকে ধ্যাষ্টামো জেঠুর জন্য পুলিশের হাত থেকে রক্ষা পেল সৃজন, অন্যদিকে ফোন ট্র্যাক করে পর্ণাকে ধরতে গেল পুলিশ

নিম ফুলের মধু

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। ধারাবাহিকে টিআরপির প্রথম স্থানে উঠে এসেছে। পর্দায় সৃজন আর পর্ণার জুটি দর্শকের ভীষণ প্রিয়।

ধারাবাহিকের প্লট অনুযায়ী, রুচিরার হত্যাকাণ্ডে গ্রেফতার হয় পর্ণা। কিন্তু পর্ণাকে বাঁচাতে তাকে নিয়ে পালিয়ে যায় সৃজন। তাদের উপর নজর রাখছে দুষ্কৃতীরা। সৃজন ছদ্মবেশে খোঁজ নিতে দত্তবাড়িতে এলে পুলিশ খবর পেয়ে দত্তবাড়িতে হানা দেয় কিন্তু সৃজনকে বাঁচিয়ে দেয় জেঠু। ধ্যাষ্টামো বাদ দিয়ে এবার পর্ণার পাশে এসে দাঁড়িয়েছেন চয়নের বাবা।

সৃজনকে জেঠু বুদ্ধি করে মশলার বস্তার ভিতর ভরে সৃজনকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে দেয়। এ যাত্রায় সৃজন রক্ষা পেলেও আগামীদিনে বড় বিপদ আসতে চলেছে। ধারাবাহিকের আগামীপর্বে দেখা যাবে পর্ণা রাস্তায় বেরিয়ে দেখে তাদের পালিয়ে যাওয়ার পোস্টার দেওয়ালে। আর তাই দেখে সে নিজের ভাইকে ফোন করে খোঁজ নেয়।

দুর্ভাগ্যবশত পিক্লু সহ সকলের ফোন ট্র্যাপ করে রেখেছিল পুলিশ। পর্ণা এবং পিক্লুর সব কথোপকথন শুনে নেয় পুলিশ এবং ফোন ট্র্যাক করে সৃজন-পর্ণা’র কাছে পৌঁছে যায়। এবার কি করে পুলিশের চোখকে ফাঁকি দেবে পর্ণা?