একটা সময় জনপ্রিয় ছিল শ্রীময়ী ধারাবাহিক। তবে গল্পের মোড় ঘুরতেই বেজায় চটেছেন দর্শক। শুরুর দিকে টিআরপির প্রথমে থাকত যেই ধারাবাহিক, সেই ধারাবাহিক টিআরপি ১-৫ এর ঘরেও নেই।
সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে কারণ শ্রীময়ী সিরিয়াল সমাজে কুপ্রভাব ফেলছে। নষ্ট হচ্ছে যুবসমাজ। এমনি ক্ষোভ উগড়ে দিচ্ছেন দর্শক। ধারাবাহিকে শ্রীময়ী থেকে জুন সবার দুটো বিয়ে। নেট মাধ্যমে কটাক্ষের শিকার লীনা গঙ্গোপাধ্যায়ও। দর্শকের দাবী, লীনা গঙ্গোপাধ্যায় সকলের দুটো বিয়ে দিতেই অভ্যস্ত।
View this post on Instagram
এই বয়সে এসে রোহিত সেন আর শ্রীময়ী বিয়ে হয়েছে। আর সেখানেই বিপত্তি। রোহিত-শ্রীময়ী রোম্যান্সের ন্যাকামি মেনে নিতে পারছেন না দর্শক। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে এই ধারাবাহিককে কেন্দ্র করে। দর্শকের একাংশ মন্তব্য করেছেন, “বাড়িতে আর সিরিয়াল দেখা যাবে না”। আবার কেউ বলেছেন “শ্রীময়ী ধারাবাহিক বন্ধ হোক, সমাজে কুপ্রভাব ফেলছে এই ধারাবাহিক”।
ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে প্রতিবাদের যে ঝড় উঠছে তা নিয়ে কি বলছেন ইন্দ্রাণী হালদার? যদিও অভিনেত্রী গলায় অন্য সুর। ইন্দ্রাণী হালদার জানায়, “বাংলা ধারাবাহিকে এক জন মহিলা এইরকম পদক্ষেপ নিতে পারে তাতে আমি খুশি, এই ধারাবাহিক সমাজকে একটা পথ দেখাবে”। একদিকে যখন শ্রীময়ীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে দর্শক অন্যদিকে কেউ কেউ আবার প্রশংসাও করেছেন।