সাউথ ইন্ডিয়ান সিরিয়ালগুলি বাংলার মতো নয়, দক্ষিণের সিরিয়ালে বৌমা শাশুড়ির কনসেপ্টে মুগ্ধ নেটিজেন

সাউথ ইন্ডিয়ান সিরিয়াল

বাংলা সিরিয়াল নয়, বরং বাংলার মানুষ মজেছেন সাউথ ইন্ডিয়ান সিরিয়ালের বাংলা অনুকরণে। তার জলজ্যান্ত উদাহরণ – ‘অনুরাগের ছোঁয়া’, ‘সন্ধ্যাতারা’। বাংলায় অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে এই ধারাবাহিক দক্ষিণ ভারতীয় একটি সিরিয়ালে নকল। অন্যদিকে সন্ধ্যাতারা একটি দক্ষিণের রিমেক সিরিয়াল।

এই দুই সিরিয়াল শাশুড়ি-বৌমার নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মুগ্ধ। যেখানে বাংলার সিরিয়ালে বেশিরভাগ ধারাবাহিকের কনসেপ্টে শাশুড়ি এবং বৌমা একে অপরের সতীনের মতো। কিন্তু সাউথ ইন্ডিয়ান সিরিয়ালে দেখা যায় বৌমারা শাশুড়ির মেয়ের মতো। এই ধরণের কনসেপ্টে খুশি হয়েছেন দর্শক।

এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বাংলা সিরিয়াল আর সাউথ ইন্ডিয়ান সিরিয়ালের মধ্যে প্রচুর ফারাক। বাংলা সিরিয়ালে শাশুড়ীদের চরম লেভেলের নীচে নামানো হয়”। তাই দর্শক চাইচ্ছেন এরকম আরও কিছু সাউথ ইন্ডিয়ান সিরিয়ালের রিমেক হোক বাংলায়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here