ইতিমধ্যেই ওয়েব সিরিজ খাঁকি ২- তে বাংলার দুই সুপারস্টার জিৎ ও প্রসেনজিৎ স্ক্রিনশেয়ার করবেন এই নিয়ে উন্মাদনা তুঙ্গে। তারমাঝেই আরও এক খবর উত্তেজনায় ফেলেছে দর্শকমহলকে। কি সেই খবর?
জানা যাচ্ছে, বারুইপুরের বিনোদিনী স্টুডিয়োয় শ্যুটিং করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একেবারে খাকি পোশাকে, পুলিশ অফিসার সেজে তাক লাগিয়ে দিয়েছেন বাংলার দাদা। তবে খাঁকি ২-তে অভিনয় দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন দাদা।
সূত্রের খবর, সরাসরি সিরিজে তাকে দেখা না গেলেও, খাঁকি ২-এর বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুট করেছেন মহারাজ। সিরিজের বিজ্ঞাপনে পুলিশ অফিসারের বেশে দেখা যাবে সৌরভকে। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালকের ভূমিকায় অয়ন সেনগুপ্ত।