দাদাগিরি ছেড়ে এবার অভিনয়ে সৌরভ, ভিডিওতে খোলসা করে দিলেন নিজেই

সৌরভ গঙ্গোপাধ্যায়

দাদাগিরি ছেড়ে অভিনয় প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, ‘তিনি আসলে ওয়েব সিরিজে নেই’। ‘খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের প্রচারমূলক ছবিতে কাজ করছেন। এবার সামনে এলো সেই ভিডিও। ভিডিও সামনে আসতেই পুরো বিষয়টি পরিষ্কার হল।

ভিডিওতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পুলিশের ভূমিকায় দেখা গেল। ‘খাকি’-র সেটে গিয়ে তিনি বলছেন, ‘বাংলা নিয়ে কাজ করছেন আর ‘দাদা’-কে ডাকলেন না!’  এরপর দেখা যায় সৌরভ বিভিন্ন রকম ভাবে অডিশন দিচ্ছেন।

পুলিশের চরিত্রের জন্য অডিশন দিলেও সৌরভ বরাবর ক্রিকেটের সঙ্গে গুলিয়ে ফেলছেন। সিরিজে আর কোনও চরিত্র তার জন্য নেই। তাই পরিচালক জিজ্ঞেস করেন এই সিরিজের হয়ে প্রচারের কাজ করবেন? আর তাতে রাজী হয়ে যান সৌরভ। নেটফ্লিক্সে প্রকাশ পেয়েছে সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

সুত্রঃ bengali . abplive . com

Previous article40 টি রহস্য নিয়ে উক্তি । ক্যাপশন । Mystery Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।