দুঃসংবাদ! প্রতারণার শিকার সৌরভ গাঙ্গুলী স্ত্রী

ডোনা গাঙ্গুলী

মহারাজের পরিবারে ফের বিপদ! প্রতারণার শিকার হলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী। এমন দুর্ঘটনার কবলে পড়তে ভাবতেই পারেননি জনপ্রিয় নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী। এক বছরের মধ্যে তিন বার একই ঘটনার শিকার হলেন গাঙ্গুলি পরিবার। বেশ চিন্তিত পড়েছেন বাড়ির সকলে।

ফের আবারও সাইবার ক্রাইমের শিকার হলেন ডোনা গঙ্গোপাধ্যায়। হ্যাক করা হয়েছে তার সোশ্যাল মিডিয়ার একাউন্ট। গত বছর জুন মাসে একবার হ্যাক হয় ফেসবুক একাউন্ট।

এরপর প্রোফাইল ফিরে পেলেও তা সেপ্টেম্বর মাসের দিকে তার ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে যায়। এবারেও তার ফেসবুকের একাউন্টটি হ্যাক করেছে। নিজেই সেই খবর জানিয়েছেন সৌরভ পত্নী।