আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাতেই বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হল তাকে। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন সৌরভ, দাদা স্নেহাশীষ এবং স্ত্রী ডোনা। আচমকা কেন হাসপাতালে ভর্তি করাতে হল সৌরভের মাকে?
পরিবার সূত্রে খবর মিলেছে, গত বেশ কয়েকদিন ধরে জ্বর এবং গলা ব্যথার সমস্যায় ভুগছিলেন নিরূপাদেবী। চিকিৎসকের অধীনে থাকলেও শারীরিক পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছিল না। অবশেষে মঙ্গলবার রাতে চিকিৎসকের পরামর্শ নিয়েই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
জানা যাচ্ছে, ইউরিনাল ইনফেকশন হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের। এই ইনফেকশন থেকেই এসেছে জ্বর। তবে আপাতত তিনি অনেকটাই সুস্থ আছেন। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকবেন তিনি।
২০১৩ সালে বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়ের মৃত্যুর পর সৌরভ ও তার দাদা স্নেহাশীষের গোটা জীবন জুড়েই রয়েছেন তাদের মা। খুব স্বাভাবিকভাবেই মায়ের অসুস্থতায় ভীষণভাবে উদ্বিগ্ন দুই ভাই।