বেহালায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা গাঙ্গুলি

সানা গাঙ্গুলি

স্নেহাশিষ গাঙ্গুলীর মেয়ে স্নেহার বাগদান উপলক্ষে সদ্য কলকাতায় ফিরেছেন সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি। বাড়ি ফেরার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন সানা।

শুক্রবার সন্ধ্যায় বেহালা মোড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় পড়েন সানা গঙ্গোপাধ্যায়। গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, চালকের পাশের সিটে বসেছিলেন সানা। এ সময় একটি বাস অভারটেক করার সানার গাড়িতে ধাক্কা দেয়। গাড়ির লুকিং গ্লাস ভেঙ্গে যায়। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি উল্টে যাওয়ার প্রবল সম্ভবনা ছিল সেক্ষেত্রে সৌরভের মেয়ে গুরুতর আহত হওয়ার আশঙ্কা ছিল। তবে চালকের জন্য দুর্ঘটনা থেকে এড়ানো যায়। সানা সামান্য চোট পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আসে। বাস চালককে আটক করা হয়েছে।