এই অতিমারি অনেক কিছু আমাদের শিখিয়ে দিল। কীভাবে একা জীবন কাটাতে হয় আবার কীভাবে মানুষের বিপদে দূর থেকে চাইলে ঝাঁপিয়ে পড়া যায়। দেশে যখন অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় একদল সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ছে অসহায় মানুষদের পাশে। অক্সিজেন, হাসপাতালের বেডের খোঁজ দিচ্ছে ফেসবুকের মাধ্যমে। সাধারণ মানুষের মতো পিছিয়ে নেই তারকারাও। কোভিড আক্রান্তদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বহু অভিনেতা-অভিনেত্রীরা। এবার করোনা মোকাবিলায় এগিয়ে এলেন মহারাজ সৌরভ গাঙ্গুলী ।
এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী । বাংলায় অক্সিজেনের অভাব মেটাতে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নিলেন মহারাজ। প্রাক্তন ভারতীয় এই ক্যাপ্টেন “সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন” তৈরি করেছে যার মাধ্যমে রাজ্যের মোট ৮ টি জেলায় অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহের কাজ করবে।
স্নেহাসিশ গাঙ্গুলি জানায়, সৌরভ এটা নিয়ে ভেবেছে অনেক দিন ধরেই। তারপর আমার সাথে কথা বলেছে। আমি ওকে বলেছি অক্সিজেনের কথা। এটি কোভিড কেয়ার প্রকল্পে যুক্ত করলে মানুষের সুবিধা হবে। তাই আমরা এই কাজে নামছি।”
এই কাজের জন্য মহারাজের ফাউন্ডেশন সঙ্গে যুক্ত হয়েছেন পার্থ জিন্দালের জেএসডাব্লু গ্রুপ এবং শতদ্রু দত্ত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। অনেকেই জানে না গত বছরও লকডাউনের সময় রামকৃষ্ণ মিশন, বাংলার ভারত সেবাশ্রম সংঘ, ইসকন সহ একাধিক প্রতিষ্ঠানে তিনি অনুদান করেছিলেন দুস্থ ও অসহায় মানুষদের জন্য চাল-ডাল দেওয়ার জন্য।