আচমকাই পদ থেকে সরিয়ে দেওয়া হল সৌরভ গাঙ্গুলিকে

সৌরভ গাঙ্গুলি

২০২৫ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদ থেকে আচমকাই সরানো হল প্রাক্তন ক্রিকেটর সৌরভ গাঙ্গুলিকে। দিল্লি ক্যাপিটালসের তরফে বিবৃতি দিয়ে ঘোষণা হয়েছে এই খবর। কিন্তু কেন?

আসলে তাদের মালিকানায় কিছু বদল আনা হয়েছে। গত কয়েক বছর ধরেই দিল্লি ক্যাপিটালসের সর্বেসর্বা ছিলেন পার্থ জিন্দল। আর তার হাত ধরেই নিয়োগ করা হয়েছিল সৌরভকে। তবে পরের ২ বছর সেই দায়িত্ব চলে যাচ্ছে জিএমআরের হাতে। নতুন কোচিং টিম করা হয়েছে তাদের পক্ষ থেকে। আর ডিরেক্টর অফ ক্রিকেট পদ  তারা প্রাক্তন ক্রিকেটার বেণুগোপাল রাওকে এবং প্রধান কোচ করা হয়েছে প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে। তাই বাদ পড়লেন সৌরভ। এমনিতে জার্সি, অধিনায়ক, কোচ – সব বদলে দিল্লি ডেয়ারডেভিলসের ভাগ্য বদলায় নেই।

গোটা কোচিং স্টাফকেই ফেলা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদ থেকে সৌরভ সরানো হলেও মহিলাদের দলের ডিরেক্টর হিসাবে দায়িত্বে থাকবেন সৌরভ এবং  এসএ টি-২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের  রয়েছেন তিনি।

Previous articleমেয়ের ২ মাসের মাথায় সুখবর! রাহুল-প্রীতি ঘরে ফের নতুন অতিথি
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।