দাদাগিরির মঞ্চে কুমার শানুর ‘হামসকল’, দেখেই চমকে ওঠেন স্বয়ং সৌরভ

দাদাগিরি

জনপ্রিয় বাংলা রিয়েলিটি শোয়ের মধ্যে একটি হল ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি মানেই বাঙালির কাছে একটা আলাদাই আবেগ। যার এবারের থিম ‘বাঙালি লড়ে, বাঙালি গড়ে, বাঙালি আজও দাদাগিরি করে’। এই শোয়ের প্রতিটি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা।

এমনই এক প্রতিভার দেখা মিলল দাদাগিরির মঞ্চে। গত রবিবার দাদাগিরির মঞ্চে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা খেলতে এসেছিলেন তাদের মধ্যেই একজনকে দেখে অবাক হয়ে গিয়েছেন খোদ দাদা নিজেই। এই প্রতিযোগিকে দেখে শুধু দাদাই নন, হতবাক হয়েছে সেখানে উপস্থিত সাইড প্রতিযোগীরাও।

এই প্রতিযোগি যেন অবিকল কুমার শানু। চশমা পরে গান গাইতে গাইতে মঞ্চে ঢুকতেই হাঁ করে এক পলকে তাকিয়ে থাকেন দাদা। প্রথমে তাকে সকলে কুমার শানু ভাবলেও পরে জানা যায় তিনি কুমার শানুর হামসকল। যার নাম কাজিবুর রহমান। ওইদিন বীরভূমের হয়ে খেলতে আসেন তিনি।

সাজ-পোশাক, হাঁটা-চলা অবিকল এক। এক নজরে দেখলে কুমার শানু ভেবে ভুল করতেই পারে যে কেউ। এমনকি গান গাওয়ার কণ্ঠস্বরও হুবাহু মিলে যায় গায়কের সাথে। যা দেখে রীতিমত চমকে ওঠেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। শানু কণ্ঠী হয়ে মানুষের মন জয় করেছেন তিনি।

তিনি শুধু কুমার শানুর ভক্তই নন, ওইদিন কুমার শানুকে নিয়ে যেকটি প্রশ্ন তাকে করা হয় সবকটির সঠিক উত্তর দেন তিনি। এমনকি তিনি যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেন সবকটির পরেই ‘সারেগামাপার’ মঞ্চে কুমার শানু যেভাবে ‘ফাটাফাটি’ গেয়ে উঠতেন থিক সেইভাবেই গাইছিলেন একই ভঙ্গিতে।

দাদাগিরি সিজন ১০ এর এই পর্ব নিয়ে অনেকেই তাদের মতামত প্রকাশ করেছেন। এক ব্যক্তি লেখেন, “সত্যি বলতে আমি ভেবেছিলাম কুমার শানু খেলতে এসেছিল।” ইতিমধ্যেই এই পর্বের ভিডিয়োটি বেশ ভাইরাল হয়েছে।