হিন্দিতে ‘বিগ বস’ ব্যাপক খ্যাতি পেয়েছে। পুরো দুনিয়া তা জনপ্রিয়। বিভিন্ন ভাষায় এই রিয়েলিটি শো হয়ে থাকে।
বাংলাতে এর আগে কালার্স বাংলায় ‘বিস বস’ অনুষ্ঠিত হয়েছিল। দুটো সিজেনের পর আর এই শো পর্দায় আসেনি। সেই সময় অভিনেতা জিত হোস্ট করেছিলেন। তবে বহুবার নেটিজেন অনুরোধ করেছিল বাংলা বিগ বস ফিরিয়ে আনার জন্য। তবে তা আর ফিরে আসেনি।
এবার টেলিপাড়ার কানাঘুষো স্টার জলসার পর্দায় নাকি এবার দেখা যাবে ‘বিগ বস’ শো। হ্যাঁ, এমনটাই খবর মিলছে। জলসার ‘বিগ বস’ কেমন ধাঁচের হবে তা জানা যায়নি।
তবে শোনা যাচ্ছে, জলসার এই বিগ বিস রিয়েলিটি শোয়ের জন্য অফার গেছে সৌরভ গাঙ্গুলির সাথে। কথাবার্তাও অনেকদূর গড়িয়েছে। যদিও চ্যানেল বা সৌরভ গঙ্গোপাধ্যায় , কেউই এই ব্যাপারে মুখ খোলেননি।
তাহলে দাদাগিরি? শোনা যাচ্ছে, দাদাগিরি আর বিগ বিস দুটো একসাথেই সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি।