বড় চমক! এবার পর্দায় পুলিশ অফিসারের ভূমিকায় সৌরভ গাঙ্গুলি

সৌরভ গঙ্গোপাধ্যায়

পর্দায় আসছে নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’। যেখানে একসাথে অভিনয় করবেন টলিউডের সারির দুই দাপটে স্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। এর মাঝেই খবরের শিরোনামে উঠে এসেছে আরও এক চমক। সিরিজে দেখা যাবে বাংলার দাদা সৌরভ গাঙ্গুলিকে।

সেখানেই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সৌরভ। খাকি পোশাকে তাকে দেখে সকলেই প্রায় চমকে উঠেছেন। তবে কি খাঁকি ২-তে অভিনয় দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন দাদা। ইতিমধ্যেই সিরিজের প্রমোশনাল ভিডিয়োতে মহারাজের উপস্থিতি দর্শকদের মনে বেশ উত্তেজনা তৈরি করেছে।

সৌরভ গাঙ্গুলি

সূত্রের খবর, সরাসরি সিরিজে তাকে দেখা না গেলেও, খাঁকি ২-এর বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুট করেছেন মহারাজ। এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনায় রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালকের ভূমিকায় অয়ন সেনগুপ্ত।

এই সিরিজে এছাড়াও অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ভৌমিক এবং রাহুল বোস। ২০ মার্চ মুক্তি পাচ্ছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’।