এই অতিমারি অনেক কিছু আমাদের শিখিয়ে দিল। কীভাবে একা জীবন কাটাতে হয় আবার কীভাবে মানুষের বিপদে দূর থেকে চাইলে ঝাঁপিয়ে পড়া যায়। দেশে যখন অক্সিজেনের অভাব, হাসপাতালে বেডের অভাব, ঠিক তখন সোশ্যাল মিডিয়ায় একদল সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়ছে অসহায় মানুষদের পাশে। অক্সিজেন, হাসপাতালের বেডের খোঁজ দিচ্ছে ফেসবুকের মাধ্যমে। সাধারণ মানুষের মতো পিছিয়ে নেই তারকা থেকে ক্রিকেট তারকারা। এবার করোনা মোকাবিলায় অভিনেতা দেবের পাশে এসে দাঁড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
কিছুদিন আগেই অভিনেতা দেব অধিকারী করোনা রোগীদের বিনামূল্যে খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করার জন্য কমিউনিটি কিচেন খুলেছেন। এবার দেবের সাথে হাত মেলালেন বাংলার ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার তুলে দেবেন বাংলার দাদা ও দেবের যুগলবন্দী।
দেবের এই মহৎ কাজে তার সঙ্গে যুক্ত হতে চেয়ে দেবকে বার্তা পাঠান সৌরভ। অভিনেতা জানান, “দাদার টিম থেকে আমার সাথে একজন যোগাযোগ করেন এবং তারপরই আমরা একসাথে নেমে পড়ি। কলকাতার পাশাপাশি জেলায় জেলায়ও করোনা রোগীদের বিনামূল্যে খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে।