সোশ্যাল মিডিয়ায় শিরোনামে উঠে এলেন সৌরভ গাঙ্গুলি। আজকাল তাকে নিয়ে একটু বেশিই বিতর্ক শোনা যাচ্ছে। যেই চ্যানেলের হাত ধরে সঞ্চলনায় খ্যাতি পেয়েছেন সেই চ্যানেলের হাত ছাড়লেন দাদা।
জি-বাংলার ‘দাদাগিরি’র হাত ধরে ছোটপর্দায় জনপ্রিয়তা মিললেও এবার সেই শো ছাড়লেন । না দাদাগিরি করবেন তবে জি-বাংলায় নয় স্টার জলসায়। স্টার জলসা ‘দাদাগিরি’ শো আনবে অন্য রকম ভাবে। আর সেই শোতে হোস্ট করবেন সৌরভ। শুধু তাই নয়, স্টার জলসার দুই শো দাদাগিরি আর বিগ বসের সঞ্চলনার দায়িত্বে থাকবেন তিনি।
শোনা যাচ্ছে ১২৫ কোটি টাকার বিনিময়ে নাকি স্টার জলসার সঙ্গে চার বছরের চুক্তি করেছেন। আর এই খবর সামনে আসতেই অনেকের মত মোটা অর্থের জন্যই নাকি জি-বাংলার হাত ছেড়েছেন দাদা।
যদিও এই কটাক্ষ মানতে রাজী নয় দাদা। আনন্দ বাজার অনলাইনের কাছে সৌরভ জানান, ‘আমায় কাজ টানে। কাজ করলে তো উপার্জন হবেই। শুধুই উপার্জন আমার লক্ষ্য নয়। একটা উদাহরণ দিই। দর্শক ‘দাদাগিরি’ দেখতে ভালবাসেন। আমায় ভালবাসেন। আমায় দেখতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তাঁরা টেলিভিশনে চোখ রাখেন। এটা কম পাওনা নয়! আমার সঞ্চালনায় একটা অনুষ্ঠান রেটিং চার্টে ভাল ফল করে। যা দেখে পরিচালক, দলের বাকিদের মুখ আনন্দে ঝলমলিয়ে ওঠে। এ সব যখন দেখি, পারিশ্রমিকের কথা মনেই থাকে না।’