ঢাকের তালে জমিয়ে নাচ সৌরভ গাঙ্গুলির, সঙ্গী কন্যা সানা

সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলার মহারাজ মানেই সৌরভ গাঙ্গুলি। মহারাজের অভিনয় হোক বা সঞ্চলনা, সবেতেই চোখ থাকে বাঙালির। তবে পুজোর কটাদিন একেবারেই আলাদা মুডে দেখা যায় দাদাকে। সাধারণ মানুষের মতো বেহালার পাড়ার পুজো স-পরিবারে উপস্থিত থাকেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মাতৃ প্রতিমার বিদায় বেলায় পড়ার পুজোর সকলের মাঝে কন্যা সানাকে নিয়ে হাজিন সৌরভ। যদিও এদিন অনুপস্থিত ছিলেন স্ত্রী ডোনা।

পুজোর কদিন ছুটিতে কলকাতায় রয়েছেন সানা। তাই বাবার সাথে পুরোপুরি ভাবে দুর্গাপুজো উপভোগ করছেন। বাবা-মেয়ের আনন্দের ক্যামেরা বন্দি  হয়।

ভিডিওতে দেখা গেল ঢাকের তালে জমিয়ে নাচছেন সৌরভ গাঙ্গুলি, কখনো মেয়ে এগিয়ে দিয়েছেন তো কখনো মেয়ের সাথে ঠুমকা লাগাচ্ছেন দাদা। ভিডিও শেয়ার হওয়া মাত্রই বাবা-মেয়ের মিষ্টি ভিডিও মন জিতে নেয় নেটিজেনদের।