আর দাদাগিরি নয়! বাংলা ‘বিগ বস’ নিয়ে ফের ছোটপর্দায় সৌরভ গাঙ্গুলি, কবে থেকে শুরু?

সৌরভ গাঙ্গুলি

জি-বাংলার ‘দাদাগিরি’ ছেড়ে দিয়েছেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলি। মোটা টাকার পারিশ্রমিক পাওয়ায় জি-বাংলা ছেড়ে স্টার জলসার সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছেন। স্টার জলসার চ্যানেলে আসতে চলেছে বাংলাr ‘বিগ বস’। এই খবর অনেক আগেই প্রকাশ পেয়েছিল।

এতদিন বিগ বসের সঞ্চলনার দায়িত্বে ছিলেন অভিনেতা জিৎ। তবে এবার সৌরভ গাঙ্গুলিকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সকলের একটাই কৌতূহল যে কবে আসবে বিগ বস সিজেন ৩।

আজতক বাংলাকে সৌরভের ঘনিষ্ঠ সূত্র জানান, ২০২৬-এর জুলাই মাসে ‘বিগ বস বাংলার’ সিজন ৩-র শ্যুটিং শুরু হবে এবং সব ঠিক থাকলে সেই মাসেই সম্প্রচারও শুরু হবে। যদিও চ্যানেল এখনো কিছু ঘোষণা করেনি।

চলতি সিজেনে তৃণা সাহা, নীল ভট্টাচার্য এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতা অভিনেত্রীদের নাম উঠে এসেছে।