বহু বছর পর ফের একসঙ্গে নতুন প্রোজেক্টে ‘ধন্যি মেয়ে’ খ্যাত সৌপ্তিক-রণিতা

সৌপ্তিক-রণিতা
জনপ্রিয় সিরিয়াল ‘ধন্যি মেয়ে’ খ্যাত জুটি কোয়েল আর ঋজুকে মনে আছে নিশ্চয়ই। ধারাবাহিকে কোয়েল আর ঋজু চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রণিতা দাস (Ranita Das) এবং অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী (Souptik Chakraborty)।

এই সিরিয়ালে অভিনয় সূত্রেই একে অপরের প্রেমে পড়েছিলেন সৌপ্তিক-রণিতা। ১২ বছর প্রেমের পর তাদের সম্পর্ক বিচ্ছেদের খবর শোনা যায়। সৌপ্তিক-রণিতা প্রেম ভাঙনে তাদের অনুরাগীদের মন ভেঙেছিল। তবে সব মান অভিমান ভুলে আবার একসঙ্গে ফিরছেন তারা।

সৌপ্তিক চক্রবর্তীর পরিচালনায় ফের কাজ করতে চলেছেন অভিনেত্রী রণিতা দাস। ছবির নাম’দেবী’। কমেডি ঘরনায় তৈরি এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রণিতা। পাশাপাশি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে অঞ্জনা বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সোমরাজ মাইতির।