জি বাংলার নতুন ধারাবনাহিকের মধ্যে একটি হল ‘দুগ্গামণি ও বাঘমামা’। যার নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী মানালি দে এবং শিশুশিল্পী রাধিকা কর্মকার।
এক মা হারা মেয়ের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক। মানালি দে’র বিপরীতে রয়েছেন অভিনেতা রাহুল দেব বোস। তবে এবার ধারাবাহিকে নতুন নায়ক এন্ট্রি নিতে চলেছেন।
‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকে এবার এন্ট্রি নিতে চলেছেন অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়। যিনি এই মুহূর্তে তেঁতুল পাতা ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কবির স্যারেরে চরিত্রে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
শোনা যাচ্ছে,’দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। তবে সেটি পজেটিভ না নেগেটিভ তা জানা যায়নি।