অসুস্থ সৌমিতৃষা! বড় রকমের অসুখ বাসা বেঁধেছে শরীরে, কি হয়েছে মিঠাই রানির?

সৌমিতৃষা কুন্ডু

ফের অসুস্থ সৌমিতৃষা কুন্ডু। বেশকিছুদিন আগেই কিডনিতে স্টোন নিয়ে ভুগছিলেন অভিনেত্রী। এমনকি মাঝে কিছু সময় সোশ্যাল মিডিয়া থেকেও গায়েব ছিলেন। সম্প্রতি বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন, বড় রকমের অসুখ বাসা বেধেছে অভিনেত্রীর শরীরে। আচমকা কি হল মিঠাই রানির?

‘আমার ম্যালেরিয়া ধরা পড়েছে। বর্তমানে আমার চিকিৎসা চলছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এবছর আর আমি KIFF-এ ভাগ নিতে পারব না। প্রতিবার প্রবল উৎসাহের সঙ্গে আমি KIFF-এর অংশ হই।’

দুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল মিঠাই রানি। দুর্গাপুজোর কার্নিভালেও মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন। কিন্তু ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে এবার উপস্থিত থাকতে পারবেন না বলেই জানিয়েছেন অভিনেত্রী।

কিছুদিন আগেই ‘কালরাত্রি ২’-এর শুটিং শেষ করেছেন অভিনেত্রী। প্রথম সিজনটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল, এবার দ্বিতীয় সিজন নিয়েও প্রত্যাশা তুঙ্গে। অসুস্থতার মাঝেও অনুরাগীরা আশা করছেন, দ্রুতই সুস্থ হয়ে তিনি আবার শুটিং ফ্লোরে ফিরবেন।