যেখানে গোটা রাজ্য জুড়ে চলছে তিলোত্তমার হত্যাকান্ডের সুবিচারের ঝড়, সেখানে আরও একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি ইন্ডাস্ট্রির মধ্যেও পরিচালকদের নামে উঠছে একের পর এক অভিযোগ। এমন পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর মা-বাবার।
সম্প্রতি মেয়েকে নিয়ে চিন্তা থেকেই, TV9 বাংলার সঙ্গে নিজেদের মনের কথা শেয়ার করলেন অভিনেত্রীর মা মৌসুমী কুণ্ডু, বাবা গৌতম কুণ্ডু। অভিনয় জগতের সাথে যুক্ত থাকায় মেয়েকে নিয়ে ঠিক কতটা চিন্তায় থাকেন অভিনেত্রীর মা-বাবার?
অভিনেত্রীর মা জানান, ‘না, করেনি। কারণ ওর স্বপ্ন সত্যি হোক, এটাই তো চেয়েছিলাম। মা-বাবা হিসেবে যাতে সেই সাপোর্টটা দিতে পারি, সেই চেষ্টাই করি। ভয় কোন ক্ষেত্রে নেই বলুন! যে কোনও কাজে যেতে গেলেই তো পথে ঘাটে বেরতে হবে, সেখানেও তো বিপদ ঘটতে পারে। তাই সত্যি আলাদা করে অভিনয় জগত নিয়ে ভাবি না। চিন্তা প্রথম থেকেই হত। কোন মায়ের চিন্তা হয় না বলুন তো। আজ বড় হয়েছে বলে না, ছোট থেকেই চিন্তা। স্কুল, লেখাপড়া, বাড়ি ফিরতে সামান্য দেরী হলেই মনটা ব্যকুল হয়ে পড়ে। আজও তাই।’
রাতভোর শুটিং এ ব্যস্ত থাকেন অভিনেত্রী, কোন সময়ে বাড়ি ফিরতে দেরিও হয়। তখন চিন্তা হয় না? এই প্রসঙ্গে অভিনেত্রীর বাবা গৌতমবাবু জানান, ‘সব সময় মেয়েকে একটা কথা শেখাই, চোখ কান খোলা রাখতে। বিপদের আঁচ তাতে আগাম পাওয়া যায়। বিচক্ষণতার সঙ্গে পথ চলতে। মুহূর্তে কাউকে বিশ্বাস যাতে করে না ফেলে। এইটুকু মেনে চললেই হল। বাকিটা ভগবান আছেন। তিনিই ভরসা।’
মাত্র ১৬ বছর বয়স থেকে পথ চলা শুরু করেছিলেন ছোটপর্দার মিঠাইরানী ওরফে সৌমিতৃষা কুণ্ডু। মিঠাই ধারাবাহিক দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। এরপরই দেবের বিপরীতে প্রধান ছবি দিয়ে বড়পর্দায় হাতেখড়ি। এবার ওয়েব সিরিজ নিয়ে পর্দায় ফিরছেন সৌমিতৃষা।