নয় বছর আগে ভয়াবহ দুর্ঘটনা বদলে দেয় জীবন! “অনেক লড়াই করছে…ওকে নিয়ে দুশ্চিন্তা…”, সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপকে নিয়ে মুখ খুললেন মা পৌলমী

রণদীপ বসু

২০১৭-এ ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসু। নিউ আলিপুর স্টেশন রোডের কাছে একটি রেস্তোরাঁর সামনে রণদীপের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেওয়ালে ধাক্কা মারে। রণদীপের মাথায় গুরুতর চোট লাগে। মাথার অস্ত্রোপচার হয়। দীর্ঘদিন ভেন্টিলেশনেও ছিলেন রণদীপ।

থিয়েটার ও অভিনয় জগতের সঙ্গে তার গভীর টান থাকলেও নয় বছর আগে ভয়াবহ পথদুর্ঘটনা রণদীপের জীবন একেবারে বদলে দেয়। আর পাঁচটা ছেলেদের মতো স্বাভাবিক জীবনযাপন এখনও সম্ভব নয় তার পক্ষে। তবুও আজ অনেকটাই সুস্থ তিনি।

সম্প্রতি রণদীপের জন্মদিন উপলক্ষে তাদের নিউ আলিপুরের বাড়িতে ছিল বিশেষ আয়োজন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা ওরফে রণদীপের মা পৌলমী বসু সকাল থেকে নিজের হাতে ছেলের জন্য ছোলার ডাল, মাংস, পায়েস রেঁধেছেন। সকালেই কেক কাটা সেরে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন পরিবারের সকলে।

জন্মদিনের দিন হুইলচেয়ারে বসেই সব আনন্দ উপভোগ করেন রণদীপ। পরিবার আর বন্ধুদের মাঝেই কাটে তার বিশেষ দিন। এখনও কথা বলার মতো অবস্থায় আসেননি রণদীপ। একটি কি-বোর্ডে ধীরে ধীরে টাইপ করে কথা বলেন সকলের সঙ্গে। সেই টাইপিং দেখে পাশে বসা সঙ্গীরা তার বক্তব্য বুঝে নেন।

রণদীপ বসু

এমনকি, রণদীপ এখন হুইলচেয়ারে বসে মা পৌলমীর নাটক দেখতে যান। রণদীপকে নিয়ে কী বলছেন তার চিকিৎসকেরা? রনদীপের মা বলেছেন, “চিকিৎসকের পরামর্শ মেনেই ছেলের চিকিৎসা চলছে। ওর বাবা ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন। আমরাও আছি। তার থেকেও বড় কথা, রণদীপ নিজেও আমাদের এ ব্যাপারে খুবই সহযোগিতা করে।” রণদীপ একদিন সুস্থ হয়ে উঠে দাঁড়াবে সেই আশার আলো নিয়েই দিন গুনছেন রণদীপের পরিবার।

রণদীপ বসু