বর্তমানে টেলিপাড়ার দম্পতিদের বিবাহ বিচ্ছেদের কথা প্রায়শই শোনা যাচ্ছে। কারো বিয়ে ভাঙছে দুই তিন বছরে তো আবার কারো মাত্র একবছরেই। তবে এই বিচ্ছেদের যুগেও কিছু এমন অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন যারা দীর্ঘ বছর সুখে সংসার করছে।
তাদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী সৌমিলি ঘোষ। যাকে এই মুহূর্তে আপনারা পরিণীতা ধারাবাহিকে রায়ানের পিসিমণি’র চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন। ২০১২ সালে পেশায় ব্যাঙ্ককর্মী অয়ন ঘোষকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। দেখতে দেখতে বিবাহ জীবনের ১৩ বছর পার করলেন সৌমিলি।
বিবাহ বার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে সৌমিলি আদুরে বার্তা লেখেন। অভিনেত্রী লেখেন, “তারা বলে ভালোবাসা অন্ধ, কিন্তু আমার মনে হয় তুমি আমার খামতি গুলো দেখতে পাও না। শুভ বার্ষিকী। ১৩ বছর।”

