“আমার কি চরিত্র খারাপ ছিল…বাড়িতে ঢুকতে দিল না”, স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সৌমি

সৌমি পাল

একসময় ‘কে আপন কে পর’, ‘সীমারেখা’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন সৌমি পাল। মাঝে প্রায় দু’বছর পর্দায় দেখা যায়নি তাকে। ২০১৬ থেকে প্রেম তারপরেই বিয়ে। ২০২১ সালে আইনি বিয়ে সারার পর থেকেই ঝড় বয়ে যায় অভিনেত্রীর জীবনে।

অভিনেত্রীর বিবাহিত জীবন যে খুব একটা সুখের হয়নি এবার তারই ইঙ্গিত মিলল অভিনেত্রীর ভিডিওতে। সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিয়োয় স্বামী প্রেমিক শুভঙ্কর মিত্রর বিরুদ্ধে অভিযোগ উগরে দিয়েছেন সৌমি। অভিনেত্রীর স্বামী পেশায় একজন সরকারি চাকুরিজীবী।

ভিডিওতে সৌমি বলেন, “গ্রামের বাড়ি থেকে গাড়ি অনেক কিছুই আামার টাকায় করা। কিন্তু সেই ব্যক্তি বন্ধুদের বলছেন, গাড়ি তাঁর টাকায় কেনা। সব কাগজপত্র রয়েছে আমার কাছে। সেটা দেখলেই প্রমাণ হয়ে যাবে। আমি জানতে চাই, আমার কি চরিত্র খারাপ ছিল? তার সঙ্গে কি আমি মানসিক, শারীরিক, অর্থনৈতিক নির্যাতন করতাম? কিছু না বলেই আমায় বাড়িতে ঢুকতে দিল না! কোনও জবাবই পেলাম না আমি।”

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে সৌমি জানিয়েছেন, সবটাই আইনের আওতায়। তাই কোনও মন্তব্য করতে চান না তিনি। জানা যাচ্ছে, শীঘ্রই আইনি বিচ্ছেদের পথে হাটতে চলেছেন সৌমি।

২০১২ সালে মাকে হারানোর পর বাবার সঙ্গেই থাকতেন। গত দু’বছর হয়েছে বাবাকেও হারিয়েছেন সৌমি। কাছের মানুষ বলতে একমাত্র তার দিদি। বিয়ের পর থেকে তেমন ভাবে কাজও করেননি তিনি। তবে বর্তমানে আবারও পর্দায় কাজ শুরু করেছেন। সম্প্রতি ‘গীতা এলএলবি’ এবং ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে সৌমিকে অভিনয় করতে দেখেছে দর্শক।

Previous articleকাজী নজরুল ইসলামের উক্তি ও বিখ্যাত বাণী
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।