ইন্ডাস্ট্রিতে অভিনেতা অভিনেত্রীদের মধ্যেকার দ্বন্দ্ব-বিবাদ নতুন কিছু নয়। এমনকি সোশ্যাল মিডিয়াতেও মাঝেমধ্যে উঠে আসে একে অপরের প্রতি বিস্ফোরক মন্তব্য। এবার সেই তালিকায় শ্বেতা ভট্টাচার্য ও সৌমি পাল। সম্প্রতি নাম না উল্লেখ করেই শ্বেতা ভট্টাচার্যকে কটাক্ষ করলেন সৌমি।
সম্প্রতি শ্বেতার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে শ্বেতা জানিয়েছিলেন, স্লিভলেস পোশাক ও শর্ট ড্রেস না পরার কথা। এমনকি তিনি ইন্ডাস্ট্রিতে শরীর নয়, বরং ট্যালেন্ট বেচতে এসেছেন।
শ্বেতার এই মন্তব্যেই ক্ষেপে আগুন সৌমি। সোশ্যাল মিডিয়ায় শ্বেতার প্রতি বিস্ফোরক মন্তব্য পোস্ট করলেন সৌমি। পোস্টে সৌমি লেখেন, “চাইলেই সবাই সাই পল্লবী হতে পারে না মনা! তুমি দর্শককে এসব গল্প বলতে পারো, তবে ইন্ডাস্ট্রির মানুষ জানে এত বছর তুমি কী বেচে নায়িকা হয়েছ! যত্ত নাটক বশীকরণ মাতার। মুখটা কি তোমার শরীরের বাইরের অঙ্গ?”
অন্য আরেকটি পোস্টে সৌমি লেখেন, “আমি শুধু এটুকু বলতে চাই যে পোশাক কারওর চয়েস হতে পারে, চরিত্র নয়। আর কেউ সো কলড প্রচন্ড ভদ্র পোশাক পরে মানে সে খুব চরিত্রবান, আর যে একটু ফ্যাশনেবল ড্রেস পরে তার চরিত্র খারাপ! সে ড্রেসের জন্য কাজ পাচ্ছে, এই ধারনাটা ভুল।”
‘আমি এত বছর ধরে কাজ করেছি, তাতে আমার কলিগরা জানে আমি কেমন। তাই সত্যি বলতে আমি ভয় পাই না। নিজেকে একমাত্র মহান চরিত্রবান ভদ্র প্রমাণ করতে গিয়ে নিজের স্ট্রাগলের গল্প শোনাতে গিয়ে অন্য নায়িকাদের ছোট করছেন না তো?’
‘তবে বাংলা ইন্ডাস্ট্রিতে আমার প্রচুর নায়িকা বান্ধবী, বোন আছে যারা ফ্যাশনেবল ড্রেস পরা পছন্দ করে। তার মানে যদি কিছু মানুষ ধরে নেয়, তাদের চরিত্র খারাপ বা তারা ড্রেস দেখিয়ে চান্স পাচ্ছে আর কোনও একজন নায়িকা যে তার বক্তব্য অনুযায়ী ছোট ড্রেস পরেনা তাই সে একমাত্র চরিত্রবান তাহলে সেই ধারনাটা ভুল।’