জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’। ধারাবাহিকের অন্যতম ফোকাস ছিল শ্যামা-নিখিলের প্রেম কাহিনী। শ্যামা-নিখিলের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিয়াসা রায় এবং অভিনেতা নীল ভট্টাচার্য। তাদের জুটি আজও বাংলা টেলিভিশনে জনপ্রিয়। বলা বাহুল্য ধারাবাহিকটি টিভির পর্দায় সুপারহিট ছিল।
ধারাবাহিকে ‘শ্যামা’র মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কৃষ্ণা ওরফে অভিনেত্রী সৌমি চট্টোপাধ্যায়। যিনি এর আগে ‘কপালকুন্ডলা’র মতো গুরুত্বপূর্ণ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামার চরিত্রটির মতোই জনপ্রিয় ছিল কৃষ্ণা চরিত্রটি। ধারাবাহিক শেষ হওয়ায় দর্শকেরা খুব দুঃখ প্রকাশ করেছিলেন।
তবে এবার ‘কৃষ্ণকলি’র দর্শকদের জন্য সুখবর। ফের নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন কৃষ্ণা ওরফে অভিনেত্রী সৌমি চট্টোপাধ্যায়। ‘টাইমস অফ ইন্ডিয়া’কে সেকথা নিজে মুখে জানিয়েছেন অভিনেত্রী।
সৌমি অভিনীত আসন্ন ধারাবাহিকের নাম ‘উড়ন তুবড়ি’। একজন মধ্যবয়সী নারী ও তার তিন কন্যার জীবনকে কেন্দ্র করে ধারাবাহিকের গল্প। মায়ের চরিত্রে দেখা যাবে বহুমুখী অভিনেত্রী লাবনী সরকারকে। যিনি তার মেয়েদের বড় করার জন্য অনেক সংগ্রামের মুখোমুখি হয়েছেন। লাবনী সরকারের মেয়ের চরিত্রে দেখা যাবে সৌমি চট্টোপাধ্যায়কে। এই ধারাবাহিকে অভিনেত্রীকে একদম ভিন্ন অবতারে দেখা যাবে।